Skip to Content

ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা সাইবার হামলার শিকার

September 8, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয় প্যানেলের একাধিক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে জানানো হয়।

সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি প্রথমে ডিজেবল হয়। পরে তা পুনরুদ্ধার করা হলেও দুপুরে আবারও ডিজেবল করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তার নেতাকর্মীরা। একইভাবে, প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডিও সাময়িকভাবে ডিজেবল হয়। পরবর্তীতে তারা সেগুলো পুনরায় উদ্ধার করতে সক্ষম হন।

ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “আমার আইডিটিও লক করা হয়েছিল। যদিও এখন উদ্ধার করেছি, কিন্তু জানি না আর কতক্ষণ সচল থাকবে। আবিদ ভাই ও হামীমের আইডি ভেরিফায়েড ছিল, আমারটা নয়। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে, তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সাইবার অ্যাটাক ও বুলিংয়ের জবাব দেবে।”

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান-এর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি শিবিরের ঢাকা মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শিবির প্রার্থী সাজ্জাদ হোসাইন বলেন, “আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্য প্রার্থীদের আইডিতেও ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হচ্ছে।”

এ ঘটনার প্রতিবাদে ও বিস্তারিত তথ্য জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages