সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন। এরপর চট্টগ্রামে ৮৩ জন, ঢাকা দক্ষিণে ৮০ জন, ঢাকা উত্তরে ৭৩ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৩১ জন, ময়মনসিংহে ১৪ জন এবং সিলেটে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৪১১ জনে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২৪ সালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২১১ জন।