সারা দেশে এবারের শারদীয় দুর্গাপূজায় প্রায় ৩৩ হাজার মণ্ডপে আয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা-সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর নিরাপত্তা থাকবে। সীমান্তবর্তী মণ্ডপগুলোতে বিজিবি বিশেষ নজর দেবে।
তিনি জানান, আনুমানিক তিন লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে এবং প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে স্বেচ্ছাসেবক নিরাপত্তায় থাকবেন। এছাড়া, দ্রুত সহায়তার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার অনুরোধ জানানো হয়েছে। পূজার মেলা নিষিদ্ধ, তবে পূজা কমিটির অনুমতিতে ছোট অস্থায়ী দোকান বসানো যাবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।