ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারণে আজ রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের প্রবেশপথ বন্ধ থাকবে। শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
পরিবারের সদস্যরা শিক্ষক ও কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে আসতে পারবেন। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ঢাবিতে প্রবেশ করতে পারবে না।
শিক্ষার্থী ও কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের নিরাপত্তা পাস নিতে প্রক্টর অফিসে যোগাযোগ করতে হবে।