ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পুরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক নির্দেশনায় জানায়, যাত্রীদের নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প যাতায়াত ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ভোটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথম স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিম, দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে সাতটি প্রবেশপথে সেনাবাহিনী 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে প্রস্তুত থাকবে।
ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ভোটকেন্দ্র ঘিরে রাখবে বলেও জানানো হয়েছে।..