আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থী সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তাদের প্রশংসা করে বলেন, “তোমাদের কথা শুনে আনন্দিত হলাম, তোমাদের আগ্রহ ও সাফল্য আমাদেরও অনুপ্রাণিত করে।”
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির কর্মকর্তারা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে আসে এবং সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিতরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়। অনেক সময় আর্থিক সংকট ও সুযোগের অভাবে প্রতিভাবান শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে।
প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেন, এ ধরনের উদ্যোগে সরকার কীভাবে সহায়তা করতে পারে তা বিবেচনা করা হবে।