কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি জেনারেল হাসপাতালের ডাক্তার হ্রদয় সরকার।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরশাদুল ইসলামসহ অন্যরা জানান, হঠাৎ করে পুতু বর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলে আমরা দৌড়ে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় শামশুল আলমকে দেখতে পাই তার এক পা বিছিন্ন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নিহতদের ভাই নুরুল ইসলাম বলেন, আমার ভাইকে জমি নিয়ে তর্কের জেরে আমার চাচাত ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরো কয়েকজন পা কেটে ও কুপিয়ে হত্যা করেছে।
আমি আমার ভাইয়ের হত্যাকারীরা পালিয়ে না যাওয়ার আগেই তাদেরকে আইনের আওতায় আনার দাবিসহ সুষ্ঠু বিচার দাবি করছি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে এবং আইনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।