Skip to Content

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ স্থানীয়দের

September 9, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও যশোর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে ২১ জেলার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। আটকে পড়ে শত শত যানবাহন, যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

একই সঙ্গে, কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথেও অবরোধ সৃষ্টি করা হয়। আন্দোলনকারীরা জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিক্ষোভকারীরা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ এর আওতায় ছিলাম। আকস্মিকভাবে সীমানা পরিবর্তনের মাধ্যমে আমাদের ফরিদপুর-২ এ যুক্ত করাটা স্থানীয় স্বার্থবিরোধী এবং অযৌক্তিক সিদ্ধান্ত।"

উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গত বৃহস্পতিবার দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে। সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ গেজেটে ফরিদপুরের দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) আসনের আওতাভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করা হয়।

এই সিদ্ধান্তের পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন ভাঙ্গার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে এটি সাংঘর্ষিক।

Editorialnews24 September 9, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages