২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে গভীর রাতে বাসা থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং বন্দুকযুদ্ধে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটিতে তৎকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসক ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পর দেশজুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম। মুক্তির পর তিনি জেলা ও দায়রা জজ আদালতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।