ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশ ভোটের ট্রেনে উঠে গেছে, এরপর আসবে জাতীয় নির্বাচনের ট্রেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। ফারুকী তার পোস্টে লেখেন, “যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো?” তার ভাষায়, সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে “লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী এবং দেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি”—এই পরিচয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটাক্ষ করেন।
পোস্টের শেষ অংশে ফারুকী লেখেন, ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন ট্রেন শুরু হয়েছে, সামনে জাতীয় নির্বাচন আসছে। সবাইকে ‘নির্বাচন মোবারক’ জানিয়ে তিনি তার বার্তা শেষ করেন।