ছাত্রদল সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ ভোটকেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ উঠলেও বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, আবিদ আচরণবিধি মেনেই ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন এবং এতে কোনো ভুল হয়নি।
এ্যানী জানান, আচরণবিধির ১২ (খ) ধারায় বলা আছে, নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট এবং রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। একইসঙ্গে ১২ (ক) ধারায় বলা হয়েছে, ভোটাররা পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এই দুটি ধারার আলোকে আবিদের ভোটকেন্দ্রে প্রবেশ আইনগতভাবে বৈধ বলেই তিনি দাবি করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে অন্তত ১০টি প্যানেল। শীর্ষ তিন পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদল, ছাত্রশিবির ও বামপন্থি জোটসহ বিভিন্ন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীদের মধ্যে। এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটকেন্দ্র হল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।