মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাতদের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, যৌথ বাহিনী খুব শিগগিরই এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে গজারিয়ার অস্থায়ী ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় একদল নৌ-ডাকাত। তাদের ছোঁড়া গুলিতে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লুট করা অস্ত্র দিয়ে পুলিশ ক্যাম্পে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুতই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পুনঃখনন করা খালের পাড় যেন দখল না হয়, সে জন্য পাড় ঢালাই করে সুরক্ষা নিশ্চিত করা হবে।”