ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের ঢাবিতে প্রবেশের কোনো সুযোগ নেই, কারণ তিনি এই বিশ্ববিদ্যালয়ের কেউ নন।
মঙ্গলবার কার্জন হলের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মির্জা আব্বাসের ঢুকে পড়া নিয়ে প্রশাসনের জবাব চাই। এতে বিভ্রান্তিকর বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে।
তিনি আরও অভিযোগ করেন, পোলিং অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, হলে হলে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে—ভেতরে কী হচ্ছে, কেউ জানে না। বিএনপির নেতাকর্মীদের ঢাবির চারপাশে জড়ো করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কারচুপি হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।