নেপালের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশিকে হোটেল বা অবস্থানকৃত স্থানেই থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, নেপালে ভ্রমণরত বাংলাদেশিদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরিতে +9779803872759 বা +9779851128381 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, কাঠমান্ডুতে থাকা জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্য ও ডিএসসিএসসির ৫১ সদস্যের প্রতিনিধিদলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা ১২ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রেখে সহায়তা দিচ্ছে।