রাজধানীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের পণ্য বিক্রির শেষ সময়ে ভিড় বাড়ছে ক্রেতাদের। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় অনেক এলাকায় দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নারী-পুরুষের হুড়োহুড়ি, একই ব্যক্তির একাধিকবার পণ্য কেনা, দীর্ঘ অপেক্ষা করেও পণ্য না পাওয়া—এসব কারণে অসহায় ক্রেতারা দুর্ভোগে পড়ছেন।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বহু মানুষ লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না। কারওয়ান বাজার, সচিবালয়, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় দুপুরের আগেই পণ্য শেষ হয়ে যায়। কেউ কেউ একাধিকবার পণ্য কিনে কালোবাজারিতে বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে।
বিক্রেতারা জানান, ৫০০ জনের পণ্যের বিপরীতে আসছেন হাজারের বেশি মানুষ। তদারক কর্মকর্তারাও স্বীকার করেছেন—বিশেষ করে নারী ক্রেতাদের হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা কঠিন।
টিসিবি জানায়, ১০ আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রম ঢাকায় চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য জেলায় এরই মধ্যে কার্যক্রম শেষ হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা আগে নির্ধারিত মূল্যে পণ্য পেলেও এখন সাধারণ ক্রেতারাও কিছুটা বেশি দামে পণ্য কিনছেন। মূল্যসাশ্রয়ের কারণে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও এই লাইনে দাঁড়াচ্ছেন।