ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। তবে ভোট শেষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের বাইরের পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ে। মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবি। শাহবাগ, নীলক্ষেত, হাইকোর্ট ও চানখারপুল এলাকায় রাখা হয় জলকামান ও রায়ট কার।
সন্ধ্যার পর জানা যায়, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ও আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন। একদিকে বাড়ছে তাদের উপস্থিতি, অন্যদিকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বিশেষ করে শাহবাগ ও নীলক্ষেত এলাকায় সবচেয়ে বেশি রাজনৈতিক কর্মীর ভিড় দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সরব থাকলেও উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।