গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৩৫ হাজার ৪৭১ জন।
গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম (১১৪), বরিশাল (১০১) ও ঢাকার বাইরে ঢাকা বিভাগে (১০৬)।
এদিন ৪০৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।