ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের প্রভাবাধীন বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার তিনি উপাচার্যের উদ্দেশে প্রশ্ন তোলেন, “৫ আগস্টের পর থেকে প্রশাসন জামায়াতের প্রতি এত নতজানু কেন?”
রাকিব বলেন, “ঢাবির প্রশাসনে যারা উচ্চপদে আছেন, তারা পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব।”
এছাড়া এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভিসি ও সংশ্লিষ্টদের শিবিরপন্থী বলে উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার। তিনি বলেন, “শিবিরের প্রার্থীদের জেতাতে আগেভাগেই ব্যালট পূরণসহ জালিয়াতি করা হয়েছে।”