কাতারে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দোহায় ইসরায়েলের মিসাইল হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে কাতারি আইন মেনে চলা ও তাদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, এ সংক্রান্ত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী বলেও সতর্ক করা হয়।