প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মধ্যে ‘কোল্ড ওয়ার’ ছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুই বোনকে কাছাকাছি দেখা গেলেও বাস্তবে তাদের মধ্যে তেমন সুসম্পর্ক ছিল না।
তিনি বলেন, "শেখ পরিবারের বন্ধনের যে চিত্র আমাদের চোখে পড়েছে, হাসিনা-রেহানার মধ্যে সেটা ছিল না।"
সরকার পতন প্রসঙ্গে তিনি বলেন, “৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল। এরপর হঠাৎ কী ঘটলো, তিনি (হাসিনা) চলে গেলেন।”
রনি আরও মন্তব্য করেন, “যদি শেখ হাসিনা পালাতে না পারতেন, তাহলে হয়তো ইতিহাসে প্রথমবার কোনো সরকারপ্রধান জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যেতেন।”