Skip to Content

জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদরাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুতা ছুড়ে দেওয়াকে কেন্দ্র করে মাদরাসার রান্নাঘরের পাশে শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিলের (১৩) সঙ্গে সহপাঠী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফির (৮) কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাবিল রান্নাঘরের পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে।

এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এহসানুল হক নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় নাবিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।


Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages