হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত জামাল মিয়া ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী জানিয়েছেন, ভোররাতে প্রায় ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল তাদের বাড়িতে হানা দেয় এবং জোরপূর্বক জামাল মিয়াকে ঘর থেকে বের করে নিয়ে যায়। জামাল মিয়া তাদের হাত থেকে পালানোর চেষ্টা করলেও, দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে বাড়ি থেকে কিছু দূরে ধানের জমিতে নিয়ে গিয়ে তার গলা কেটে হত্যা করে। নিহতের স্ত্রী একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কিছু ব্যক্তির নামও প্রকাশ করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষে তাকে মর্গে পাঠিয়েছে। বাহুবল থানা পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে ঘটনাস্থল থেকে শিবলু নামে এক ডাকাতকে আটক করেছে, যার বিরুদ্ধে থানায় ১২টি মামলা দায়ের রয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, নিহত জামাল মিয়ার বিরুদ্ধে মোট ১৭টি ডাকাতির মামলা রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। তিনি জানান, “আমরা ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”
এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে এই ধরণের সহিংসতা যাতে পুনরায় না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।