লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়ির ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে কাবুল মিয়া (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাত ১টার দিকে কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে বসতঘরের আসবাবপত্র, দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে যায়। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।
স্থানীয়দের দাবি, কাবুল দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকে আসক্ত। নিয়মিত স্ত্রী ও শাশুড়ির কাছে টাকা চাইতেন। টাকা না পেয়ে হুমকি দিয়ে রাতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে না পারার জন্য তিনি আশপাশের বাড়ির মোটরের সংযোগও কেটে দেন।
পুলিশ জানায়, কাবুল মিয়ার স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত এখনও পলাতক।