ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো একটি সংগঠনকে ফেভার করলে তা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল হবে বলে মন্তব্য করেছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচন যেন লেভেল প্লেয়িং ফিল্ডে হয়, সেটিই শিক্ষার্থীদের প্রধান দাবি। তিনি অভিযোগ করেন, চারুকলায় তাদের প্রচার সামগ্রী নষ্ট করা হয়েছে, নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে—যা জুলাই বিপ্লবের পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি পক্ষপাতদুষ্ট এবং কোনো আলোচনা ছাড়াই হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাদিক দাবি করেন, ফ্রি ও ফেয়ার নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে, কালচারাল ফ্যাসিস্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীরা, যারা সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।