বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি আলোচিত ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে এ মন্তব্য করেছিলেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রুমিন জানান, “ফকিন্নির বাচ্চা” শব্দবন্ধটি আসলে কারও আর্থিক অবস্থা বোঝাতে নয়, বরং এটি একটি ‘মানসিকতা’র প্রতিফলন। তার ভাষায়, “এটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নিচু স্তরের পরিচয়।”
তিনি আরও বলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন, তা অশোভন এবং সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। রুমিনের মতে, তাদের বক্তব্যের ভাষা অনেকটা ‘বস্তির ভাষা’র মতো।
উল্লেখ্য, ২৪ আগস্ট এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে কটাক্ষ করেন। পরদিন, ২৫ আগস্ট, রুমিন ফারহানা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান এবং হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন।