Skip to Content

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান: মির্জা ফখরুল

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন, গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার চেষ্টায় একটি মহল সক্রিয়ভাবে নানান দাবির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের চেষ্টা করছে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা জিতে গেছি ভেবে আত্মতুষ্টিতে ভেসে গেলে ভুল হবে। এখনই সবচেয়ে বেশি সজাগ ও সচেতন থাকার সময়।”

তিনি আরও দাবি করেন, দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখতে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রও চলছে। তার ভাষায়, “দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা খরচ করে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অবাধ নির্বাচন না হওয়া এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা।”

এসময় তিনি সরকারের উদ্দেশে আহ্বান জানান, সব রাজনৈতিক দল যেন নির্বাচনে অংশ নেয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages