বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর (পাবলিক রিলেশন) নিয়ে কিছু দল মামা বাড়ির আবদার করছে, অথচ সাধারণ মানুষের এতে কোনো আগ্রহ নেই।
বুধবার (২৭ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অটোরিকশার চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রমজানের আগেই নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বিএনপির সাড়ে ৪০০ নেতা-কর্মী আন্দোলনে নিহত হলেও কয়েকটি দল মনে করে, সব কৃতিত্ব তাদের।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং কিছু রাজনৈতিক দল নির্বাচন চায় না। শর্তসাপেক্ষে নির্বাচনে গেলে গণতন্ত্র নয়, বরং উগ্রপন্থা ফিরে আসবে।
রিজভী অভিযোগ করেন, বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এবং দিল্লি একদিকে জোর করে বাংলাভাষী মুসলমানদের দেশে পাঠাচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে জামাই আদরে রাখছে—এটি দ্বিচারিতা।
তিনি বসন্তের কোকিলদের দলে অনুপ্রবেশ ঠেকানোর আহ্বান জানান এবং বলেন, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, এতে মানুষ মুখ ফিরিয়ে নেবে।