খেটে-খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বুধবার প্রেস ক্লাবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
সাকি বলেন, যেকোনো শ্রমিককে শ্রম আইনের আওতায় আনতে হবে, না হলে তাদের অধিকার নিশ্চিত করা যাবে না।
তিনি আরও বলেন, ডেইলি বেসিস বা আউটসোর্সিং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার থাকা উচিত। কিন্তু সরকার একদিকে তাদের শ্রমিক হিসেবে স্বীকার করছে, আবার ইউনিয়ন করার অধিকার দিচ্ছে না—এটা স্ববিরোধী।
তিনি জানান, এই বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে আলোচনায় সচিব একটি কমিটি গঠন করেছেন, তবে এখনো কোনো অগ্রগতি হয়নি। দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত চান বলেও জানান তিনি।