তারেক রহমান যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য জামায়াতে ইসলামি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বুলু বলেন, জামায়াত অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে ১৭৩ দিন হরতাল করেছে, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধেও নির্বাচনে অংশ নেয়। ১৯৪৭ সালেও তারা পাকিস্তানের পক্ষে ভোট দেয়নি। এখন আবার জাতীয় নির্বাচনে ষড়যন্ত্র করছে এবং ‘পিআর পদ্ধতি’ সামনে এনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, ‘‘পিআর বা টিআর বুঝি না, আগের নিয়মেই নির্বাচন হতে হবে। না হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।’’
বুলু আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারই সুশাসন ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে।
তিনি আরও দাবি করেন, ‘‘শেখ হাসিনা খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যার চেষ্টা করছেন। জিয়াউর রহমানই ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানচিত্র এনেছেন।’’
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাহ আলম রাজু।
অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে রাতে জাসাসের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।