বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথা থেকে পায়, সে জবাব দিতে হবে।”
তিনি বুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, কোটা ও অন্যায় দমন বন্ধ করতে হবে এবং হামলাকারীদের ধিক্কার জানান।