বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, “আমার কোনো কথা, আচরণ বা শব্দচয়নে কেউ কষ্ট পেলে আমি অবশ্যই দুঃখিত। নিজেকে আরও নিয়ন্ত্রণ করলে ভালো হতো, তবে আমি তো মানুষ—মানুষেরও ধৈর্যের সীমা থাকে।”
তিনি আরও বলেন, “যখন বারবার ট্রলের শিকার হতে হয়, তখন কখনো মনে হয় জবাব দিই। যদিও সেটা না বলাই ভালো হতো।”