বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, তারেক রহমান যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, সেটিই দেশের মুক্তির রক্ষাকবচ। তিনি বলেন, তারেক রহমান দূরদর্শী নেতা হিসেবে দুই বছর আগেই এই দফাগুলো দিয়েছেন, আর এখন সেই দফাগুলোকেই ঘুরে ফিরে সংস্কার, মিটিং ও আলোচনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, আওয়ামী লীগ সরকার পুরো প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে দমন করতে চেয়েছিল। তবে জনগণের শক্তিতে বিএনপি প্রমাণ করেছে—পুলিশ ছাড়া আওয়ামী লীগ টিকতে পারে না। তিনি দাবি করেন, ৩ তারিখে হবিগঞ্জকে স্বাধীন ঘোষণা করার পর সেখানকার থানা পুলিশ নিজেরাই থানার দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে। অতীতের মতো এক ব্যক্তির মাধ্যমে একাধিক ভোট, মৃত বা প্রবাসী ব্যক্তির নামে ভোট দেওয়ার দিন শেষ। দেশের মানুষ রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়েছে, তা আর কেউ ভাঙতে পারবে না।
অর্থনীতির বিষয়ে জি কে গউছ বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। তিনি চান, লুটপাটের অর্থ দেশে ফিরে আসুক এবং তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখুক। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে কারও প্রতি প্রতিশোধমূলক আচরণ নয়, বরং আইনের মাধ্যমে বিচার করা হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপন।