Skip to Content

ইসির রোডম্যাপে সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

August 28, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা খুশি… উই আর হ্যাপি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রোডম্যাপ দেখে বোঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এদিন দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেন, যা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন করেছে। রোডম্যাপে রাজনৈতিক সংলাপ, বাজেট, প্রচারণা, প্রশিক্ষণসহ প্রায় দুই ডজন কাজের পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটি একটি সুসংবাদ। মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা আশাবাদী, একটি নির্বাচিত সরকার আসবে, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে এবং স্কিল ডেভেলপমেন্টের দিকেও অগ্রগতি হবে ইনশাআল্লাহ।”

Editorialnews24 August 28, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages