'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এনসপির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে। ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর পক্ষে বক্তব্য দেওয়ায় এ পদক্ষেপ নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। সারজিস ‘কোটা’ শব্দ ব্যবহার করেছেন, আর হাসনাত আন্দোলনের দাবি ‘ন্যায়সঙ্গত’ বলে উল্লেখ করেছেন, যা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জানানো হয়, উপসহকারী প্রকৌশলীর পদ কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ—যার জন্য একমাত্র যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, কয়েক ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে পলিটেকনিক শিক্ষার্থী, ডিপ্লোমা প্রকৌশলী ও তাদের পরিবার এনসিপিকে সম্পূর্ণ বর্জন করবে।