নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনি রোডম্যাপকে সময়ের আগেই প্রকাশিত ও প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না করেই রোডম্যাপ ঘোষণা হতাশাজনক।
তিনি জানান, সংস্কার ও বিচারের অগ্রগতির রূপরেখা ছাড়া নির্বাচন আয়োজন ভবিষ্যতে সংকট সৃষ্টি করতে পারে, যার দায় সরকারকে নিতে হবে। সংবাদ সম্মেলনে এনসিপি ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচিরও ঘোষণা দেয়।