শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত লেখক সৈয়দা ফাতেমা সালামের বই ‘রক্তাক্ত জুলাই’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে। শুধু অভ্যন্তর থেকেই নয়, বাইর থেকেও এই প্রবণতা ঠেকাতে হবে।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভ্রান্ত এবং হতাশ হয়ে পড়ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।"
সংস্কারের পক্ষে দলের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের ভিত্তি গড়েছিলেন।”
কিছু রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ তোলেন, “বিএনপিকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমরা এমন কোনো সুযোগ দিতে চাই না, যাতে কেউ আমাদের দলকে খারাপ বলে।”
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “ভাববেন না যে আমরা এখন ক্ষমতায় চলে এসেছি। আসলে এখনো আমরা ক্ষমতার কাছাকাছিও যাইনি। সামনে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের হৃদয়ে পৌঁছাতে হলে আমাদের সৎ ও ইতিবাচক কাজ করতে হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। বিএনপির দায়িত্ব হলো—সেই জনআকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।