Skip to Content

পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

August 29, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা আর আগের সেই রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না।” তিনি আশা প্রকাশ করেন, তরুণরা এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে।

শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা সম্ভব হয়নি। এজন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। শুধু দায়িত্বে যাওয়া নয়, রাজনীতির গভীর তাৎপর্য বুঝতে হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট ভবিষ্যতেও চলবে এবং পুরো অঞ্চল এতে ক্ষতিগ্রস্ত হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী মাজলি বিন মালিক বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের চলমান সংলাপ প্রক্রিয়া ইতিবাচক পদক্ষেপ।

ভারতীয় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজান বলেন, অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ নতুনভাবে চিন্তা করছে। মার্কিন শুল্ক ইস্যুতে দেশের দৃঢ় অবস্থান অর্থনৈতিক রূপান্তরের দিকেই ইঙ্গিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। কনফারেন্সটির আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান ‘দায়রা’।

Editorialnews24 August 29, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages