বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের কাছে তার কোনো প্রত্যাশা নেই। তিনি বলেন, ‘এটা একটি সাময়িক সরকার। আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি।’
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘সবাই এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তখন জনগণ নিজের পছন্দের প্রতিনিধি ও সরকার নির্বাচন করতে পারবে, যারা দায়বদ্ধ থাকবে, জবাবদিহির মধ্যে থাকবে।’
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের গ্রামভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা হবে। একটি পণ্য, একটি গ্রাম—এই ধারণায় ভিত্তি করে অঞ্চলভিত্তিক উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণ হবে। ‘পণ্যের নতুন ডিজাইন তৈরি হবে, দেশি-বিদেশি বাজারে সেই পণ্য বিক্রি হবে, ফলে গ্রামের অর্থনৈতিক চিত্র বদলে যাবে’, বলেন তিনি।
অর্থনীতির গণতন্ত্রায়ণের গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, ‘আগে অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে ছিল, এখন আমরা সেটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই। কুটির ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এদের ব্র্যান্ডিং করব, যাতে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এতে তাদের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং ধ্বংসপ্রায় হস্তশিল্পগুলোও আবার ঘুরে দাঁড়াবে।’
‘আমাদের লক্ষ্য—দেশের প্রতিটি ঘরে উৎপাদনের মাধ্যমে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলা’, বলেন বিএনপির এই শীর্ষ নেতা।