Skip to Content

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনগুলো।

শনিবার (৩০ আগস্ট) কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমানের নির্দেশে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। মিছিলটি শ্রীনগর উপজেলার ডাক বাংলা মোড় থেকে শুরু হয়ে ছনবাড়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেন প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। পরে মাওয়ামুখী লেনও অবরোধ করা হয়। তবে প্রশাসনের অনুরোধে নেতাকর্মীরা অবশেষে অবরোধ প্রত্যাহার করেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা সভাপতি আহসান হাবীব শ্যামল, সহসভাপতি রিপন শেখ ও ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক রাসেল, সিনিয়র সহসাধারণ সম্পাদক বাবুল, সহসাধারণ সম্পাদক সামাদ, অর্থ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, শ্রীনগর উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি ইথেন মৃধা, সাধারণ সম্পাদক রাফিনসহ জেলা ও উপজেলার অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages