Skip to Content

২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ২নং খাজাঞ্জি ইউনিয়নের ওয়ার্ড কৃষক দলের কর্মী সভা শুক্রবার (২৯ আগস্ট) নয়াবন্দর বাজার, ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ নবগঠিত কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাব্বির আহমদ, সহ-সভাপতি লিলু মিয়া ও আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সহ সাধারণ সম্পাদক আয়না মিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক দিলোয়ার মিয়া, প্রচার সম্পাদক ফজর আলী, অর্থ সম্পাদক আব্দুল কাদির এবং দপ্তর সম্পাদক আয়না মিয়া বিরাই দায়িত্ব পালন করবেন।

সভায় খাজাঞ্জী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুশহীদ সভাপতিত্ব করেন এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমির আলী পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার আহবায়ক হিরণ মিয়া মেম্বার। প্রধান বক্তা ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সভায় বক্তারা উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলা করে কৃষকদল সবসময় কৃষকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটি ইউনিয়ন সংগঠনকে আরও শক্তিশালী করবে। কৃষকদল বিএনপির মূল শক্তি হিসেবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অবদান রাখবে।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages