আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ "মঞ্চ ৭১" এর অনুষ্ঠান থেকে আটক সবাইকে সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের নিজ বাসভবন 'সোনার বাংলা'তে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
কাদের সিদ্দিকী বলেন, "আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও শ্রোতাদের পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেয়া হোক।" তিনি দাবি করেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক দেশে কারও সভা-সমাবেশ বন্ধ করার কোনো সাংবিধানিক বা আইনানুগ অধিকার নেই।"
কাদের সিদ্দিকী বলেন, ২৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় স্বাধীনতার কাছে মনে হলেও, সে বিজয়ের সফলতা দ্রুতই ক্ষয় হয়ে যাচ্ছে, যা তিনি আশা করেননি।
তিনি বলেন, "বাংলাদেশের একমাত্র সমস্যা হলো একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে, এবং এটি অন্য কোনো অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে সম্ভব নয়।"