বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "চব্বিশের আন্দোলনের বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি, কিন্তু বিজয়ীদের কার্যকলাপে মানুষ অতিষ্ঠ। তাদের বিজয় এক বছরে ধ্বংসের দিকে চলে যাবে, এটা আমরা আশা করিনি।"
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মব দ্বারা একটি আলোচনা অনুষ্ঠান বানচাল করার ঘটনাও উল্লেখ করেন। কাদের সিদ্দিকী বলেন, "গণতান্ত্রিক দেশে কারও সভা-সমাবেশ বানচাল করার সাংবিধানিক বা আইনগত অধিকার নেই। মঞ্চ ৭১-এ যারা ছিলেন, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক।" তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে এমন ঘটনা না ঘটানোর অনুরোধ করেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, "এই সরকারের স্বৈরাচার আগের থেকে অনেক বড়। মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো সুষ্ঠু নির্বাচন। ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।"
নিজের বড় ভাই লতিফ সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন, "লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো না। বঙ্গবন্ধুর মতোই তার অবদান অস্বীকারযোগ্য।" তিনি বলেন, "দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।"