কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যদি সরকার দেশের পরিস্থিতি মোকাবিলা করতে না পারে, তবে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে মব সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে দেশ চলছে। কাদের সিদ্দিকী বলেন, "২৪-এর আন্দোলনের বিজয় আমাদেরও ছিল, কিন্তু আজ সেই বিজয়ের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "মঞ্চ ৭১"-এর একটি আলোচনা সভা বানচাল করার ঘটনায় কাদের সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, "এ ধরনের ঘটনা গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না।" তিনি আরও বলেন, "লতিফ সিদ্দিকী যাকে আমরা অনেক সম্মান করি, তাকে যদি গ্রেফতার করা হয়, তবে আমরা আইনের মধ্যে থেকেই প্রতিরোধ করব।"
তিনি দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"