বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে নুরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, "এ হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত।"
জাহিদুল ইসলাম জানান, নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, নুর এখনও আশঙ্কামুক্ত নন এবং তাকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এর জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং হামলাকারীদের আইনের আওতায় আনা উচিত।" শিবির সভাপতি আরও বলেন, "রাজনীতিতে সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এমনভাবে পিটিয়ে রক্তাক্ত করা গ্রহণযোগ্য নয়।"