গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
রোববার সকালে তিনি জানান, “নুরুল হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আগে মাথায় আঘাত পেয়েছিলেন, নাকের হাড় ভেঙে গিয়েছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তাঁর জ্ঞানও সম্পূর্ণ স্বাভাবিক।”
চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান। এর আগে রাজধানীতে নুরের ওপর নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে হামলার নিন্দা জানায়।
নেতারা এ ঘটনাকে "রাজনৈতিক সংকট সৃষ্টির সুপরিকল্পিত পাঁয়তারা" বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের বিরুদ্ধে জাতীয় পার্টি ‘নিষিদ্ধের দাবি’ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।