জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, "জিএম কাদের বাংলাদেশে রাজনীতি করছেন—এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। যে ব্যক্তি একবার নির্বাচনের আগে ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছিলেন, ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই ব্যক্তি কীভাবে এই দেশের রাজনীতিতে সক্রিয় থাকেন?"
রবিবার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে রিজভী এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "নুরের ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। তাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে খুন করা। ৫ আগস্টের ঘটনার পর যারা পরাজিত হয়েছিল, তারাই এখন আবার নানা উপায়ে নিজেদের বিষদাঁত বসানোর চেষ্টা করছে।"
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, "এ বিষয়ে দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটুকু বলি, ফ্যাসিস্টদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ, তাদের হাতে প্রচুর অর্থ ও বিদেশি পৃষ্ঠপোষকতা রয়েছে।"
নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, "প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত।"
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।