দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদয় কুসুম বড়ুয়া বিএনপির গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের নির্দেশনার পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন। এ কারণে তাঁকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত দলের নীতিমালার আলোকে গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে সই করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, উদয় কুসুম সম্প্রতি কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এসব কারণেই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, উদয় কুসুম বড়ুয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।