ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে শুনানির সময় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে একজন ধাক্কা দেন।
ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় রুমিন বলেন, “১৫ বছর ধরে যাদের জন্য লড়ছি, তারা এখন আমাকেই ধাক্কা দেয়। নির্বাচনের আগেই যদি নিজেদের মধ্যে এই অবস্থা হয়, তাহলে সামনে কী হবে?”
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সীমানা সংক্রান্ত শুনানিতে এ ঘটনা ঘটে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিইসি ও অন্যান্য কমিশনারদের সামনে দুপুর পৌনে ১টার দিকে এই হাতাহাতি হয়।
উল্লেখ্য, ইসি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নতুনভাবে বুধন্তি, চান্দুয়া ও হরষপুর ইউনিয়ন যুক্ত করে খসড়া সীমানা প্রকাশ করেছে।