আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “নির্বাচনের আগেই পরিস্থিতি জটিল করা হচ্ছে। তবে জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।”
রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান স্থিতিশীলতা ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলা হচ্ছে। নির্বাচন বানচালের চেষ্টায় অশুভ শক্তি সক্রিয়। এখনই সময় সতর্ক হওয়ার।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রস্তুত। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হবে এবং বিএনপির পরিকল্পনা ও লক্ষ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”