প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক ঘণ্টার এই বৈঠকে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
তাহের জানান, প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে আশ্বাস দিয়েছেন—সংস্কার, বিচার কার্যকর ও আন্তর্জাতিক মানের উৎসবমুখর নির্বাচন। তবে তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে ভিন্নমত রয়েছে, বিশেষ করে তারিখ ঘোষণায় সব দলের সঙ্গে আলোচনা না হওয়া নিয়েও উদ্বেগ রয়েছে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির বিষয়ে ৩১ দলের মধ্যে ২৫ দল একমত হয়েছে। জামায়াত চায়, সব স্তরে এই পদ্ধতি চালু হোক। পাশাপাশি, ইসিকে নতুন প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানানো হয়েছে।